ছায়াপথের খেলা
সুরজিত ঘোষ
বলতে পার উলকারা কেন উলকি কেটে পড়ে
আসলে জেনো সবই ঘটে ভূতের রাজার ডরে
শুরুতে ওরা এদিক সেদিক ছায়াপথে ঘোড়ে
পরে ভূতের রাজার ভারে ওরা উলুখাগড়া মরে
গ্রহে গ্রহে গৃহযুদ্ধ লাগে তারো অনেক পরে
যুদ্ধশেষে ভগ্নাবশেষ ফেরে সুর্যমামার ঘরে
সময়মত ব্যোম ফাটিয়ে মামা বিরতি ঘোষনা করে
হাফটাইমের পরে সবাই গোল বদল করে
নিয়ম মেনে বৃত্তপথে ঘুরতে আবার শুরু করে
চলতে থাকে ঘোড়া ঘোড়া খেলা ছায়াপথ ও ঘোড়ে
আমিও ঘুড়ি তুমিও ঘোড় সবাই ঘোড়ে পঞচ ভূতের ঘোরে
পঞচ ভূতের পঞচ রাজা তারাও ডরায় দত্যি দানো অসুরে
রাজার রাজা ব্রম্মা-বিশ্নু-মহেশ আবার তাদের দমন করে
বুড়ো ব্রম্মার ভলানটারী রিটায়ারমেনটের ইচ্ছা করে
তবু জোতিরবিদদের টেলিসকোপে সে বয়স কমিয়ে বলে
যখন NASA- ESA তার বয়স মাত্র ১৩৮০ কোটি ধরে
পাঁচশোর্ধ মনুর বাপ বলেনা আসলে তা ১৬৫০০ কোটির পরে
বিশ্নুমামা শুয়ে শুয়ে কল্পনাতেই জগত পালন করে
আর মহেশকাকু আমাদের সব বিষ দুঃখ হরণ করে
এভাবে চলতে চলতে সময়ের চাকা ঘোড়ে
১৪ খানেক মনু মরে মানবান্তরে ৪৩২ কোটি বছর পরে
নেইকো দেরী পৃথিবীও মরবে বছর ২০০ কোটি পরে
বুড়ো ব্রম্মা কবে মরবে কেউকি বলতে পারে
কেই বা আছে বয়স তার সঠিক অনুমান করে
এক ব্রম্মা গেলে হাজার ব্রম্মা ফেরে
কেউ নেই যে তার কানডটাকে উপরে ফেলতে পারে
থিওরি টিওরি ফেলে বিগ ব্যং কে পাঠিয়ে দাও ইনফিনিটির ঘড়ে
যদি যাও আমার কথা ভূলে ভূত হয়ে চাপব সবার ঘাড়ে
<><><><><><><><><NBC<><><><><><><<><><><><><><>
সুরজিত ঘোষ
বলতে পার উলকারা কেন উলকি কেটে পড়ে
আসলে জেনো সবই ঘটে ভূতের রাজার ডরে
শুরুতে ওরা এদিক সেদিক ছায়াপথে ঘোড়ে
পরে ভূতের রাজার ভারে ওরা উলুখাগড়া মরে
গ্রহে গ্রহে গৃহযুদ্ধ লাগে তারো অনেক পরে
যুদ্ধশেষে ভগ্নাবশেষ ফেরে সুর্যমামার ঘরে
সময়মত ব্যোম ফাটিয়ে মামা বিরতি ঘোষনা করে
হাফটাইমের পরে সবাই গোল বদল করে
নিয়ম মেনে বৃত্তপথে ঘুরতে আবার শুরু করে
চলতে থাকে ঘোড়া ঘোড়া খেলা ছায়াপথ ও ঘোড়ে
আমিও ঘুড়ি তুমিও ঘোড় সবাই ঘোড়ে পঞচ ভূতের ঘোরে
পঞচ ভূতের পঞচ রাজা তারাও ডরায় দত্যি দানো অসুরে
রাজার রাজা ব্রম্মা-বিশ্নু-মহেশ আবার তাদের দমন করে
বুড়ো ব্রম্মার ভলানটারী রিটায়ারমেনটের ইচ্ছা করে
তবু জোতিরবিদদের টেলিসকোপে সে বয়স কমিয়ে বলে
যখন NASA- ESA তার বয়স মাত্র ১৩৮০ কোটি ধরে
পাঁচশোর্ধ মনুর বাপ বলেনা আসলে তা ১৬৫০০ কোটির পরে
বিশ্নুমামা শুয়ে শুয়ে কল্পনাতেই জগত পালন করে
আর মহেশকাকু আমাদের সব বিষ দুঃখ হরণ করে
এভাবে চলতে চলতে সময়ের চাকা ঘোড়ে
১৪ খানেক মনু মরে মানবান্তরে ৪৩২ কোটি বছর পরে
নেইকো দেরী পৃথিবীও মরবে বছর ২০০ কোটি পরে
বুড়ো ব্রম্মা কবে মরবে কেউকি বলতে পারে
কেই বা আছে বয়স তার সঠিক অনুমান করে
এক ব্রম্মা গেলে হাজার ব্রম্মা ফেরে
কেউ নেই যে তার কানডটাকে উপরে ফেলতে পারে
থিওরি টিওরি ফেলে বিগ ব্যং কে পাঠিয়ে দাও ইনফিনিটির ঘড়ে
যদি যাও আমার কথা ভূলে ভূত হয়ে চাপব সবার ঘাড়ে
<><><><><><><><><NBC<><><><><><><<><><><><><><>
0 comments:
Post a Comment